স্মরণ সভায় বক্তারা ॥ আসাদ্দর আলী ছিলেন ন্যায্য দাবী আদায়ে জনতার পক্ষের অগ্রসৈনিক

38

DSC_4289সিলেট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান বলেছেন, আসাদ্দর আলী ছিলেন ন্যায্য দাবী আদায়ে মুক্তিকামি জনতার পক্ষের অগ্রসৈনিক। তিনি মহান মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনে অতুলনীয় ভূমিকা রেখেছিলেন। তার সৎ ও নিষ্ঠাবান কর্মের মাধ্যমে তিনি দেশের মুক্তিকামী মানুষের হৃদয়ে চিরন্তর হয়ে থাকবেন। গতকাল শনিবার বিকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা বাংলাদেশ সাম্যবাদী দলের উদ্যোগে আয়োজিত ‘কমিউনিটি আন্দোলনের অন্যতম পথিকৃৎ, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাম্যবাদী দলের উপদেষ্টা মন্ডলীর সাবেক সভাপতি কমরেড আসাদ্দর আলী’র ২৫তম স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সাম্যবাদীদলের সিলেট ও কেন্দ্রীয় পিবি সদস্য কমরেড ধীরেন সিংহের সভাপতিত্বে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা কমরেড এম এ গনি, ন্যাপ সিলেট জেলা সভাপতি সৈয়দ আব্দুল হান্নান, জাসদ সিলেট জেলা সভাপতি কলন্দর আলী, আওয়ামীলীগ নেতা ইকবাল আহমদ চৌধরী, ইঞ্জিনিয়ার আইউব আলী, ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা সভাপতি আবুল হোসেন, ন্যাপ সিলেট মহানগর সভাপতি ইসহাক আলী, সিলেট জেলা জাসদের সাধারন সম্পাদক কে এ কিবরিয়া, যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোশাহিদ আহমদ, মহানগনর সাম্যবাদী দলের আহবায়ক মহেন্দ্র সিংহ, যুগ্ম আহবায়ক ফয়সল আহমদ সজল, সিলেট মহানগর যুব আন্দোলনের সজল রায়, সাম্যবাদী দলের ওসমানী নগর সম্পাদক কমরেড নিবাস চক্রবর্তী, বালাগঞ্জের সম্পাদক জনক চক্রবর্তী, কমরেড ইর্শাদ আরী মেম্বার প্রমুখ। বিজ্ঞপ্তি