খেলাধূলা ও সংস্কৃতি চর্চা একজন শিক্ষার্থীকে ভালো মানুষ হতে সাহায্য করে —-মেয়র আরিফুল হক চৌধুরী

56

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আরিফুল হক চৌধুরী বলেছেন, পড়াশোনার পাশাপাশি খেলাধূলা ও scc mayor-20.10.17-1সংস্কৃতি চর্চা একজন শিক্ষার্থীকে ভাল মানুষ হতে সাহায্য করে। যে জাতি যত বেশি খেলাধূলায় জড়িত থাকবে, সে জাতি তত বেশি সন্ত্রাস ও খারাপ কাজ থেকে দূরে থাকবে। ৫ম নূরুল ইসলাম মিনি ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নগরীর বাগবাড়ি এতিম স্কুল রোড সংলগ্ন মাঠে সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ মখলিছুর রহমান কামরান এর সভাপতিত্বে ও আব্দুল আহাদের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন টুর্ণামেন্টের পরিচালক নূরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, বিশ্বনাথ ৩নং অলংকার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুজ্জামান ছমছু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির মিতুন আহমদ, শাহেদ আহমদ চৌধুরী, শরীফুল ইসলাম হৃদয়, রাহুল তালুকদার, রাজু আহমেদ জুমন, ইসমাইল আহমদ, এমরান আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি