কমলগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মামা ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

22

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে বিদ্যুতায়িত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নির্মাণ শ্রমিকরা সম্পর্কে আপন মামা ভাগ্না। এনিয়ে নিহতদের স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। সোমবার (১৬ অক্টোবর) সকাল ৮টায় বিএএফ শাহীন কলেজ সংলগ্ন সবুজবাগ আবাসিক এলাকায় এ ঘটনাটি ঘটে। ভবনের নির্মাণ কাজের দায়িত্বে রয়েছে কুলাউড়া উপজেলার ইয়াসির এন্টারপ্রাইজ।
এলাকাবাসী জানান, শমসেরনগর সবুজবাগ আবাসিক এলাকার ১২৩ নং বাসায় দুবাই প্রবাসী মো: নজরুল হক ওরফে ফুল মিয়ার নির্মাণাধীণ আবু বক্কর প্যালেস এর চার তলা ভবনের বাইরের দেয়ালে পলেস্তরার কাজের জন্য ভবন এলাকায় বাঁশ স্থাপন করছিল নির্মাণ শ্রমিকরা। ৩ তলায় কাঁচা বাঁশ উঠানোর সময় অসাবধানতা:বশত বাঁশটি নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে টানানো ১১ কেভি বিদ্যুৎ লাইনে লাগে। সাথে সাথে কাঁচা বাঁশে বিদ্যুতায়িত হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন মিছির আলী (১৫) ও শুয়াইব আলী (২২)। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঠিকাদারের অন্যান্য শ্রমিকরা উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসী এসে কাঠ দিয়ে আঘাত করে দুই নির্মাণ শ্রমিককে ছাড়িয়ে নিলেও পরে তাদের দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। নিহত দুই নির্মাণ শ্রমিক হলেন কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পাঁচপীর জালাই গ্রামের মৃত মকবুল আলীর ছেলে সোয়াইব আলী (২২) ও একই গ্রামের আব্দুল মন্নানের ছেলে মিছির আলী (১৫)। একই গ্রামে হলেও নিহত নির্মাণ শ্রমিক মিছির আলী সম্পর্কে অপর নিহত শুয়াইব আলীর ভাগ্না।
নিহতদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসার পর তাদের স্বজনদের আহাজারিতে হাসপাতালের বাতাস ভারি হয়ে উঠে। ভবনের মালিক মাওলানা নজরুল হক ওরফে ফুল মিয়ার ভাই কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মেম্বার আজিজুল হক জানান, আসলে কাজ করার সময় অসাবধানতা:বশত এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রথমে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিষয়টি না বুঝে একজনকে ছড়াতে গিয়ে অন্যজন মারা গেছে। কুলাউড়া হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির জানান, ২ নির্মাণ শ্রমিককে হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই তাদের মৃত্যু হয়।
শমসেরনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য মো: আজিজুর রহমান চৌধুরী এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নির্মাণীধীন ভবন মালিক দুবাই প্রবাসী মো: নজরুল হকের বড় ভাই মো: আজিজুল হক এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রমিকদের অসাবধানতা বশতই এ ঘটনাটি ঘটে। তারপরও নিহতদের পরিবারে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনালের ডিজিএম মোবারক হোসেন বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, ভবন মালিক বা ঠিকাদার কাজের আগে পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে প্রয়োজনীয় সহায়তা প্রদান করলে এ দুর্ঘটনাটি ঘটতো না।
এ ব্যাপারে কুলাউড়া থানা অফিসার ইনচার্জ মো. শামীম মুসা জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হবে। আপাতত অপমৃত্যু মামলা রেকর্ড হবে। ময়নাতদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।