মেয়র আরিফের সাথে লালদীঘি নতুন হকার্স মার্কেট মালিক সমিতির মতবিনিময় সভা

34

লালদীঘি নতুন হকার্স মাকেট এ, বি, সি ও ডি ব্লক এর দোকান মালিকদের সাথে শনিবার সন্ধ্যায় হকার্স মাকেটে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লালদীঘি নতুন হকার্স মার্কেট মালিক সমিতির সভাপতি আখলিছুর রহমানের সভাপতিত্বে ও শাহ জুনেদ আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মালিক সমিতির সহ সভাপতি ফারুক মিয়া, সাধারণ সম্পাদক হাবিুবর রহমান, নাসির উদ্দিন আহমদ, প্রবীণ সাংবাদিক হাফিজ আনোয়ার উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন মাজেদ আহমদ সামী, হেলাল মিয়া, জাহেদ হোসেন খান, সায়েম আহমদ, আলী আকবর খান হিরা, সোহাগ মিয়া, কয়েছ আহমদ, নাইম বিন কাউছর, ফোরকান মিয়া প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হুসাইন আহমদ।
মতবিনিময় সভায় মেয়র আরিফ বলেন, হকার্স মার্কেটের দোকান কোঠার টাকা জমা দেওয়ার সোনালী ব্যাংকের রিসিট যাদের কাছে আছে তারাই প্রকৃত মালিক। তাদেরকেই পুনরায় নির্মাণের পরে দোকানকোঠা বুঝিয়ে দেওয়া হবে। অতি শীঘ্রই প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রকৃত মালিকদের দোকান কোঠা সমূহ পুনর্নির্মাণের পর অগ্রাধিকার ভিত্তিতে সমঝাইয়া দেওয়া হবে বলে সিদ্ধান্তের কথা বলেন মেয়র। বিজ্ঞপ্তি