ছড়াকার সৈয়দ হিলাল সাইফ’র ছড়াগ্রন্থ খোঁচাকথা’র পাঠোন্মোচন

54

শীতলপাটি প্রকাশন থেকে প্রকাশিত যুক্তরাজ্য প্রবাসী ছড়াকার সৈয়দ হিলাল সাইফ’র ছড়াগ্রন্থ খোঁচাকথা’র 21706821_1929132083892787_991644395_o-copyপাঠোন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকাল ৫টায় এসপি মিডিয়া গ্র“পের আয়োজনে সিলেট শহরের সারদা স্মৃতি ভবনে পাঠোন্মেচন অনুষ্ঠানে সাপ্তাহিক কুশিয়ারার কূল পত্রিকার প্রকাশক হুসাইন আহমদ এর সভাপতিত্বে ও শীতল পাটির সম্পাদক ও প্রকাশক ছড়াকার ইমন শাহ্’র পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক কাজির বাজার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, খেলাঘর সিলেট জেলা শাখার সভাপতি ছড়াকার তাজুল ইসলাম বাঙালি, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমদ, সিলেট ছড়া পরিষদের সহ-সভাপতি অজিত রায় ভজন, ছড়ামঞ্চ সিলেট এর সভাপতি সিরাজ উদ্দিন শিরুল, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত দাস ভুলন, যুক্তরাজ্য প্রবাসী কবি ও সংগঠক তুহিন চৌধুরী, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সাবেক সহ-সভাপতি জিয়াউল হক, দিগন্ত সাহিত্য পরিষদ নবীগঞ্জ’র সভাপতি কাজী শাহেদ বিন জাফর, কবি রোজী মতিন। এছাড়াও বক্তব্য রাখেন মানবধিকার কর্মী শফিকুর রহমান, ডেবনা সম্পাদক কয়েস আহমদ মাহদী, প্রতিভাত সম্পাদক এম আলী হোসেইন, কবি কামাল আহমেদ, আঁখি কামাল, নুরুদ্দিন রাসেল, শাহীন আহমেদ ছড়াকার সৈয়দ মুক্তদা হামিদ, আজমল হোসেন রুমন, এমরান ফয়সল, আফজল আহমেদ, পারভেজ আহমেদ সাগর। স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ আলমগীর এবং সবশেষে নিজের অনুভূতি প্রকাশ করেন খোঁচাকথা গ্রন্থের লেখক সৈয়দ হিলাল সাইফ।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক নাঈম চৌধুরী, কবি দুদু মিয়া, মাহবুব কামালী, সজদ দাস, কবি লিটন দাস লিকন, শাহিন আল মামুন, আরিফ ইসলাম, সৈয়দ নুর আহমদ, সৈয়দ ইনান ,মিজান কোরেশী, মির্জা আবুল বরাত, সৈয়দ মুসাদ্দিক, মোহাম্মদ মোহাদ্দিস, সৈয়দ কয়েছ, সৈয়দ রুকসাত, সুজন পুরকায়স্থ, সৈয়দ তায়েফ প্রমুখ। বিজ্ঞপ্তি