সিরাতুন্নবী (সা:) কমিটি সিলেটের সভা

47

সিরাতুন্নবী (সা:) কমিটি সিলেটের এক আলোচনা সভা মঙ্গলবার সন্ধ্যায় নগরীর মিরবক্সটুলাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিরাতুন্নবী (সা:) কমিটির সহ সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মাওলানা ক্বারী মুখতার আহমদের পরিচালনায় সভায় আগামী আগামী ১২ অক্টোবর ২০১৭ইং তারিখে নগরীর রেজিস্ট্রেরী মাঠে সিরাতুনন্নবী (সা:) কমিটির সম্মেলন সফল করার লক্ষ্যে ব্যাপক আলোচনার পর কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। সম্মেলনে প্রধান অতিথি উপস্থিত থাকবেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবু নগরী। সম্মেলন সফল করতে প্রচারপত্র বিলি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা ভিত্তিক দাওয়াতী সফর এবং নগরীতে মাইকিং করার সিদ্ধান্ত নেয়া হয়। অপর এক প্রস্তাবে রোহিঙ্গা মুসলিম গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের দাবীতে আগামী ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ আছর নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
সভায় উপস্থিত ছিলেন- সহ সভাপতি মাওলানা শেখ আব্দুস শহীদ, মাওলানা খলিলুর রহমান, হাজী একরামুল আজিজ, সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা জুবায়ের আহমদ, সহ সম্পাদক মাওলানা নূরুল হক, মুফতী শিব্বির আহমদ, মাওলানা মুহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ মহল্লী, মাওলানা কবির আহমদ খান, মাওলানা হেলাল আহমদ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা সাইফুর রহমান, মাওলানা তালহা, মাওলানা মুহি উদ্দিন মাছুম, মাওলানা হেলাল আহমদ, মাওলানা হাফিজ ফাহিম আহমদ, মাওলানা আব্দুর রহমান লাইয়েছ প্রমুখ। বিজ্ঞপ্তি