প্রধানমন্ত্রী শিক্ষাখাতকে গুরুত্ব দেয়ায় দেশে শিক্ষার হার বেড়েছে – অর্থমন্ত্রী

32

স্টাফ রিপোর্টার :
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষাখাতকে গুরুত্ব দেয়ায় Orth Montri Sodor Upzila Pic 10.9.17দেশে শিক্ষার হার বেড়েছে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সন্তানদের সময় দিন ও সব থেকে কাছের বন্ধু হয়ে যান। তাদেরকে উৎসাহ দিন। অনুপ্রেরণা মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এটি খোটা নয়। তাই যথেষ্ট পরিমাণ উৎসাহ দিন। তাহলেই দেখবেন আপনার সন্তান একদিন অনেক ভালো কিছু করবে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। গতকাল রবিবার সকালে নগরীর রিকাবিবাজারস্থ নজরুল অডিটোরিয়ামে সিলেট সদর উপজেলা পরিষদের উদ্যোগে এস.এস.সি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আশফাক আহমদের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ.কে আবদুল মোমেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, জেলা শিক্ষা অফিসার গুলজার আহমদ খান। সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাহিয়ান কবির অর্পা।
উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবীর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার শামীম আহমদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাকিম আহমদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন চেয়ারম্যান, টুলটিকর ইউপি চেয়ারম্যান মোঃ আলী হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার শিরিনা আক্তার প্রমুখ। এছাড়াও সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সদর উপজেলার ১০৯৪ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। পরে প্রধান অতিথি কৃতিশিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।