ইসলামের ঝান্ডা এগিয়ে নিতে ছাত্র জমিয়তের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে – মাওঃ উবায়দুল্লাহ ফারুক

98

কানাইঘাট থেকে সংবাদদাতা :
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল্লামা ওবায়দুল্লাহ ফারুক বলেছেন, উপ-মহাদেশের সকল স্বাধিকার আন্দোলনে জমিয়তে উলামায়ে ইসলামের অগ্রণী ভূমিকা ছিল। বাংলাদেশের সবুজ জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য হক্কানী উলামায়ে কেরামদের নেতৃত্বদানকারী সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে দিনের দাওয়াতের পাশাপাশি সকল বাতিল ও নাস্তিক শক্তির বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, জমিয়তে উলামায়ে ইসলামের পতাকাতলে আজ দেশের আলিম সমাজ দলে দলে যোগদান করছেন। ইসলামের ঝান্ডা এগিয়ে আনার জন্য ছাত্র জমিয়তের সকল নেতাকর্মীদের সংগঠনের জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। সেই সাথে তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলমানদের উপর গণহত্যা বন্ধে মুসলিম বিশ^কে এগিয়ে আসার আহ্বান জানান। মাওঃ ওবায়দুল্লাহ ফারুক গত বৃহস্পতিবার বিকেল ৪টায় আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে কানাইঘাট উপজেলা ছাত্র জমিয়তের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলায় ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের সভাপতিত্ব ও সহ সম্পাদক হাবিব মোহাম্মদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাওঃ জয়নুল আবেদীন, উপজেলা জমিয়তে উলামা ইসলামের নির্বাহী সভাপতি মাওঃ নুর আহমদ কাসেমী, সাধারণ সম্পাদক ও ২০ দলীয় জোটের সচিব মুফতি এবাদুর রহমান, সহ সাধারণ সম্পাদক মাওঃ সামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওঃ হেলাল আহমদ, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন, জেলা যুব জমিয়তের সহ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হক, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মাওঃ লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম খালেদ প্রমুখ। কাউন্সিল শেষে সর্বসম্মতিক্রমে মোঃ রিয়াজ উদ্দিনকে সভাপতি, হাবিব মোহাম্মদকে সাধারণ সম্পাদক ও সালাই উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কানাইঘাট উপজেলা ছাত্র জমিয়তের কমিটি গঠন করা হয়।