কানাইঘাটে জুয়া খেলার দায়ে ৪ জন সহ ৮ আসামী গ্রেফতার

96

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট থানা পুলিশ গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কানাইঘাট বাজারের অভিযাত মিষ্টান্ন ভান্ডারে Jandumunduঅভিযান চালিয়ে অভিনব পন্থায় বোর্ড বসিয়ে মোবাইল ফোনের মাধ্যমে টাকা দিয়ে ঝান্ডুমন্ডু জুয়া খেলার সময় ৪ জনকে নগদ টাকা সহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল কানাইঘাট পৌরসভার নয়াতালুক গ্রামের আব্দুর রবের পুত্র জমির উদ্দিন, নয়াখলা গ্রামের মন্টু রাম দাসের পুত্র শরন রাম দাস, ধর্মপুর গ্রামের আব্দুস সালামের পুত্র জামাল উদ্দিন, নিজ গোবিন্দপুর গ্রামের গিরেন্দ্র রাম দাসের পুত্র সুকেশ রাম দাস। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই পিযুষ কান্তি দেবনাথের নেতৃত্বে একদল পুলিশ এ ৪ জুয়াড়ীকে ঝান্ডুমন্ডু খেলায় ব্যবহৃত একটি এন্ড্রয়েট মোবাইল সেট, নগদ ৭,৮২০/- টাকা, জুয়ার সরঞ্জামাদি সহ আটক করেন। গ্রেফতারকৃতদের শুক্রবার মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করেছে পুলিশ। অপরদিকে কানাইঘাট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী উপজেলার লামা ঝিঙ্গাবাড়ী গ্রামের সামছ উদ্দিনের পুত্র খসরুজ্জামান, পৌরসভার বায়মপুর গ্রামের ছয়ফুল্লার ছেলে দেলোয়ার হোসেন, মৃত মোবারক আলীর ছেলে ছয়ফুল্লাহ, ছয়ফুল্লার ছেলে ইফজাল আহমদকে গ্রেফতার করেন।