আমি রোহিঙ্গা-১

26

শাহানাজ সুলতানা

আমাকে নিয়ে ভেবনা বন্ধু, আমি এক রোহিঙ্গা
হ্যাঁ আমি মায়ানমার থেকেই বলছি,
আমি তোমারই মত এক মানব সন্তান
বলতে পারো আমি তোমাদের কন্যা-জায়া ভাই, ভগ্নি
আমারও স্বপ্ন আছে বাঁচার সাধ আছে
তবু আজ  আমি এক নিপীড়িত জন,
কখনও নির্যাতিত;
কখনও আবার অপহৃত ধর্ষিতা।

কখনও  আমি  নাফ নদীতে
পানা হয়ে ভেসে যাওয়া লাশের স্তুপ,

শুনতে চাও বন্ধু কে আমি! আমি এক রোহিঙ্গা।
হা হা হা বন্ধু আজ আমি বড় অসহায়
তাই কোথাও আমার প্রবেশ রুদ্ধ,
কোথাও আমার অধিকারগুলো অস্বীকৃত।
কোথাও বৈষম্যের যন্ত্রণায় দগ্ধ আমার হৃদয়,
কোথাও বা আমার অধিকারের স্বপ্ন শুধুই মরীচিকা।
না, তাই বলে ভেঙ্গে আমি পড়িনি
আমি দুর্বিনীত, দুরন্ত দুর্বার হয়ে ছুটছি নিশি-দিন
আমি পেরিয়ে চলেছি অচেনা সীমান্ত,
কখনো বা সেখান থেকেও আমি বিতাড়িত হচ্ছি ।
কখনো আমি পরিণত হচ্ছি
উত্তাল উন্মত্ত সাগরের উদরে  নির্মম আহারে,
কখনো আমিও পাচার হয়ে চলেছি অজানা অচেনা কোন ঠিকানায়।
হা হা হা বন্ধু ! আমি এক রোহিঙ্গা

কখনো আমি ক্যাম্পে আটকে পড়া নিপীড়ন
আমার কোন খাবার নেই;
আমার মাংস পোড়া গন্ধে ভারি আকাশ-বাতাস
কোথাও একটু দাঁড়াবার জায়গা পেলাম
তো ক্ষণেক বাদেই আবার বাস্তুহারা।