ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা ॥ কানাইঘাটে দুর্গম পাহাড়ী এলাকায় শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে অগ্রণী ভূমিকা পালন করছে রাতাছড়া উচ্চ বিদ্যালয়

53

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলা প্রশাসন ও সমাজ হৈতেষী ব্যক্তিবর্গের অনুদানে পরিচালিত কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত রাতাছড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যোগে গত মঙ্গলবার সকাল ১১ টায় স্কুল প্রাঙ্গণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাতবাঁক ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশের সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক জামাল উদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক লোকজন ছাত্র শিক্ষক অভিভাবক এবং এলাকার আদিবাসী সম্প্রদায়ের নারী পুরুষদের উপস্থিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেল পরিষদের ১৫ নং ওয়ার্ডের সদস্য আলহাজ্ব আলমাছ উদ্দিন। বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য সমাজসেবী সামছুদ্দিন, সাতবাঁক ইউপির সদস্য আব্দুন নুর, সাব্বির আহমদ, স্কুল ম্যানেজিং কমিটির আব্দুল মুতাল্লিব, বিএনপি নেতা নাজিম উদ্দিন, হাজী শফিকুর রাহমান, বিমল খাশিয়া প্রমুখ।