জেলা ও মহানগর জাসাসের কমিটির অনুমোদন লাভ

104

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিলেট জেলা ও মহানগর কমিটিকে অনুমোদন দিয়েছেন জাসাসের জাতীয় নির্বাহী কমিটি। গত ১ সেপ্টেম্বর শুক্রবার জাসাসের জাতীয় নির্বাহী কমিটির সভাপতি ড. মামুন আহমেদ ও সাধারণ সম্পাদক হেলাল খান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো জানানো হয়।
জসিম উদ্দিনকে সিলেট জেলা জাসাসের সভাপতি, জয়নাল আহমেদ রানুকে সাধারণ সম্পাদক ও রায়হান হোসেন খানকে সাংগঠনিক সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়। মুসা রেজা চৌধুরীকে সিলেট মহানগর জাসাসের সভাপতি, তাজ উদ্দিন আহমদ মাসুমকে সাধারণ সম্পাদক ও সিরাজুল ইসলাম সিরাজকে সাংগঠনিক সম্পাদক করে ৬৭ সদস্যের কমিটি অনুমোদন করে জাসাসের জাতীয় নির্বাহী কমিটি।
সিলেট জেলা জাসাসের অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সিনিয়র সহ সভাপতি সাবের আলী খান মুরাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক এম. এইচ মুমিত, প্রচার সম্পাদক ইয়ামিন বক্ত, কোষাধ্যক্ষ হেলিম উদ্দিন হেলিম, দফতর সম্পাদক জাহারা আহাদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক লিটন আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রবীণ মিত্র, নাট্য বিষয়ক সম্পাদক এম.ডি ফয়সল, নৃত্য বিষয়ক সম্পাদক সাজন দেবনাথ, আবৃত্তি বিষয়ক সম্পাদক সাজন আহমদ, চলচ্চিত্র বিষয়ক সম্পাদক রতিন্দ্র নাথ রাথি, প্রকাশনা বিষয়ক সম্পাদক হেলাল আহমদ মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শহিদুর রহমান, আন্তুর্জাতিক বিষয়ক সম্পাদক জিয়া উদ্দিন আহমদ, সমাজকল্যাণ সম্পাদক জুনেদ আহমদ।
সহ সভাপতি এডভোকেট ফখরুজ্জামান, অধ্যাপক কামিল আহমদ, সহ সভাপতি শেখ আব্দুল কাদের, র্সাওয়ার খান মাজেদ, ইউসুফ আহমদ,
এদিকে সিলেট মহানগর জাসাসের বাকি দায়িত্বশীলরা হলেন, সিনিয়র সহ সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, প্রচার সম্পাদক সাজন আহমদ, কোষাধ্যক্ষ রুবেল আহমদ, দফতর সম্পাদক রাহাদ বিন আব্দুল কুদ্দুস, সংগীত বিষয়ক সম্পাদক ইসতিয়াক মাহবুব জনি, লোকজ সংগীত বিষয়ক সম্পাদক বাউল সৈয়দ আহমদ, নাট্য বিষয়ক সম্পাদক সুমন আহমদ, নৃত্য বিষয়ক সম্পাদক রেদুয়ান হোসেন শাহীন, চলচ্চিত্র বিষয়ক সম্পাদক আহমদ জিসান, চারুকলা বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি