রোটারী ক্লাব অব সিলেট হলিল্যান্ড এর উদ্যোগে অক্ষর জ্ঞানহীন বয়স্ক শিক্ষার কার্যক্রমের উদ্বোধন

39

মানবতায় সেবায় রোটারী ক্লাব অব সিলেট হলিল্যান্ড যুগ যুগ ধরে রোটারী ক্লাব গুলো মানব সেবা করে আসছে। সেবামূলক কর্মকান্ডের অংশ হিসেবে রোটারী ক্লাব অব হলিল্যান্ড বুধবার বিকাল ৫টায় লালদিঘীর পাড়ে সেইফ সেনিটেশন প্রোগ্রাম ও এডাল্ট এডুকেশন কর্মসূচীর আয়োজন করে। ক্লাবের উদ্যোগে লালদীঘির পারস্থ আলী ভবনে ১৫জন অক্ষর জ্ঞানহীন মানুষকে স্বাক্ষর প্রদান ও বর্ণ ও শব্দ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ১৫দিন ব্যাপী বয়স্ক শিক্ষার কার্যক্রমের উদ্বোধন করা হয়। পাশাপাশি লাল দিঘীর পাড়স্থ মণিপুরী পাড়ায় একটি টয়লেট তৈরী করে দেওয়া হয়।
প্রেসিডেন্ট রোটা. এনামুর রহমান লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর রকিবুল হাসান ঝলক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জোনাল কো অর্ডিনেটর জাকির আহমদ, এসি গভর্নর মো. বদরুল আলম, প্রফেসর জয়ন্ত দাস, পিপি মুফতি তাহের আহমদ, ভাইস প্রেসিডেন্ট রোটা. ইকবাল হোসেন, ট্রেজারার ফাইয়াজ হোসেন ফরহাদ, প্রফেসর মনিরুল ইসলাম, ডা. শফিকুল হক চৌধুরী, রোটা. আহছানুর রাকিব প্রমুখ। বিজ্ঞপ্তি