ইয়াং স্টার’র পক্ষ থেকে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

30

মানবতার সেবায় নিয়োজিত একটি সমাজিক সংগঠন সিলেট ইয়াং স্টার‘র উদ্যোগে সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পানিবন্দী জৈনকার কান্দি গ্রামে বন্যা দুর্গত দুস্থ অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বুধবার বিকালে নৌকা যোগে পানিবন্দী জৈনকার কান্দি গ্রামের শত পরিবারের মধ্যে খাদ্য ( চাউল, ডাল, তৈল, চিনি, ময়দা, সেমাই, পিঁয়াজ) সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত ত্রাণ বিতরণ সভায় সিলেট ইয়াং স্টার‘র আহবায়ক আশরাফুল হক তালুকদার আশরাফ‘র সভাপতিত্বে সদস্য সচিব মাজলু মিয়ার পরিচালনায় উক্ত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট ইয়াং স্টার‘র উপদেষ্টা প্রবাসী এম গয়াস মিয়া, রোটারিয়ান আকবর আলী, সিলেট ইয়াং স্টার‘র সিনিয়র যুগ্ম আহবায়ক হুসাইন আহমদ, যুগ্ম আহবায়ক বৃন্দের মধ্যে রায়হান আহমদ, শামীম আলী, শেখ মিজানুল হক, আবু বক্কর রনি, আলী আমজদ আজরাজ, কামরুল ইসলাম সজল, আব্দুল মতিন, সদরুল ইসলাম লোকমান, তাহের শহীদ, হাফিজুর রহমান, আবুল বাশার, সাদিক আহমদ, মাহমুদুল হাসান ফাহাদ, খয়ের বাদশা, সিনিয়র সদস্য জুনায়েদ আহমদ, সৈয়দ মুহাদ্দিস, রাজু আহমদ, রুহুল করিম, রায়হান আহমদ, কার্যকারী সদস্য এরশাদ খান, এম সাইফুর রহমান, মামুন চৌধুরী, জিয়াউর রহমান স্বপন, কাউছার আহমদ জুম্মান, নাজমুল ইসলাম আখল, মো: আমির, ২নং হাটখোলা ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা সদস্য আলেয়া বেগম‘র সার্বিক সহযোগিতায় উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত করেন ঝংকারকান্দি গ্রামের ইমাম হাফিজ মাওলানা জসিম উদ্দিন।