কানাইঘাটে পূর্ব শত্রুতার জেরে ৩ হাজার গাছের চারা কর্তন

47

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাটে পূর্ব শত্র“তার জের ধরে এক সফল লেবু চাষীর বাগানের বিভিন্ন প্রজাতির গাছের চারা সহ প্রায় ৩ হাজার লেবু গাছ কেটে ফেলার ঘটনায় এলাকার লোকজন দীক্ষার জানাচ্ছেন। জানা যায়, কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপির বড়বন্দ ১ম খন্ড গ্রামের মৃত তজম্মুল আলীর পুত্র সফল লেবু চাষী বদরুল ইসলাম (৩৬) সোনাতনপুঞ্জি গ্রামে ৬ একর জমির উপর বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা লাগানোর পাশাপাশি লেবু চাষ করে সাবলম্বী হওয়ার পাশাপাশি কানাইঘাটের একজন সফল চাষী হিসেবে সর্ব মহলে পরিচিত ছিলেন। সীমান্তবর্তী সোনাতনপুঞ্জি ৬ একর জমির উপর লেবু সহ অন্যান্য বনজ, ফলজ গাছের চারা লাগিয়ে বদরুল ইসলাম যখন একজন সফল চাষীর স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় তখনই পূর্ব শত্র“তার জের ধরে তার বাগানের লেবু গাছ সহ ৩ হাজার চারা গত রবিবার সন্ধ্যার সময় নির্বিচারে কর্তন করে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধন করা হয়েছে। এ ঘটনায় চাষী বদরুল ইসলাম কানাইঘাট থানায় গতকাল সোমবার অভিযোগ দায়ের করেছেন।