বিশ্বনাথে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

30

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
স্বেচ্ছাসেবক দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দল। দিবসটি উপলক্ষে শনিবার নতুন বাজারস্থ’ বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি নেতা, বিশ্বনাথ বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান গৌছ খান ও প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা আহমেদ নুর উদ্দিন।
বক্তব্যকালে তারা বলেন, সরকার অবিলম্বে সিলেটের কোটি মানুষের প্রিয় নেতা এম ইলিয়াস আলীকে গুম নামক কারাগার থেকে জনতার মাঝে ফিরিয়ে দিতে হবে। এমনকি নির্দলীয় সহায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। তা না হলে জনগন আবারো রাস্তায় নামতে বাধ্য হবে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ কাওছার খানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাষ্টার ফখরুল ইসলামের পরিচালনায় সভায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির নেতা ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বশির আহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রফেসর মোনায়েম খান, রামপামা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাবুর রহমান, বিএনপি নেতা হাজী গণি মিয়া, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বিএনপি নেতা সামছুল ইসলাম, রামপাশা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউছুফ খান আখতার, নুরুজ্জামান, কয়েছ মিয়া, জোয়াদ আলী, মুহিবুর রহমান মাহবুব, আশিকুর রহমান রানা, রায়হান আহমদ, ফয়জুল ইসলাম, লিমন তালুকদার, ছমির আলী, যুবদল নেতা দিলশাদ মিয়া, ইউছুফ আলী, শিপন আহমদ, শাহজাহান আলী, মালিক উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাহজাহান, ওয়াসিম আলী, দুলাল মিয়া, আজিজুল ইসলাম, সুনু মিয়া, সদর ইউপি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরশ আলী, দশঘর ইউপি স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম সম্পাদক সুহেল মিয়া, দেওকলস ইউপি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী, অলংকারী ইউপি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান, যুগ্ম সম্পাদক বাবুল মিয়া, স্বেচ্ছাসেবক দলের নেতা লিয়াকত আলী, আজিজ মিয়া, এ কে ফটিক, সাহেদ মিয়া, শামীম আহমদ, রুবেল আহমদ, এনাম মিয়া, তারিছ আলী, খোকন মিয়া, ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহ টিপু, সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, ছাত্রদল নেতা শিমুল, রাসেল, শাকিব, আকবর, শাহ রুপম, ইমন আহমদ, রায়হান আলী, নাছিম উদ্দিন, সামাদ আজাদ, ফজলে আরাফাত ও আরো অনেকে। সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মতিউর রহমান। আলোচনা শেষে কেক কেটে ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।