এশিয়া কাপ আয়োজনে মরিয়া ভারতীয় বোর্ড

46

ক্রীড়াঙ্গন রিপোর্ট :
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আপত্তিতে অনুর্ধ্ব-১৯ টুর্নামেন্ট আয়োজন ফসকে যাওয়ার পর পাকিস্তানের 1200px-ভারত_জাতীয়_ক্রিকেট_দলের_লোগো.svgঅংশ গ্রহণ সত্বেও ২০১৮ এশিয়া কাপ আয়োজনে সরকারের অনমুতি চাইবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
নাম প্রকাশ না করে বিসিসিআইর এক কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে তিন মাস আগে আমরা সরকারকে জানিয়েছিলাম এবং কোনো সাড়া পাইনি। সুতরাং টুর্নামেন্টটা মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছে। যেহেতু ভারত-পাকিস্তান ছাড়া এশিয়া কাপ হতে পারে না তাই এখন আমরা আবারো সরকারের অনুমতি চাইব।’’
ওই কর্মকর্তা আরো বলেন, ‘এশিয়া কাপে ভারত-পাকিস্তান লড়াই হচ্ছে একটা উৎসব। সেটা না হলে টুর্নামেন্টের কোনো তাৎপর্য থাকে না। বুঝতে হবে এটা ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নয়, এটা আইসিসি ইভেন্টের ন্যায় বহু দলের অংশ গ্রহণের টুর্নামেন্ট।’
দুই দেশের মধ্যে উত্তেজনা থাকলেও বিশ্ব ইভেন্টে ভারত-পাকিস্তান একে অপরের বিপক্ষে খেলছে। গত জুনে ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুইবার মুখোমুখি হয়েছে দল দুটি।
ওই কর্মকর্তা বলেন, ‘আইসিসি ইভেন্টের ন্যায় এশিয়া কাপেও অন্য দলগুলো অংশ নেবে এবং ভারত-পাকিস্তান লড়াই এড়িয়ে যাওয়া যাবে না।’
সূচি অনুযায়ী আগামী বছর জুন মাসের প্রথম দিকে এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও তা সরিয়ে বছরের শেষ দিকে চলে যাবে বলে উল্লেখ করেন বোর্ড কর্মকর্তা।
তিনি বলেন, ‘জুন মাসে বৃষ্টি একটা বাধা হতে পারে। সুতরাং সম্মত হলে টুর্নামেন্ট সেপ্টেম্বর-অক্টোবরে সিরয়ে নেয়া হতে পারে। খুব শিগগিরই চুড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।’