আগষ্টের কবিতা

30

জালাল জয়

ভীষণ থেকে ভীষণতর
অসীম থেকে মহান,
স্বপ্ন দেখা, জীবন গড়া
কিভাবে গড়বে, বেঁচে থাকবে লড়াইয়ে
বাঁচতে হলে বাঁচার মত বাঁচো
বলতে হলে বলার মত বলো
এগোতে হলে,চলো এগিয়ে
বীরত্বের বাহন হাতে ॥

আমি বাঙালি, আমি বাঙালি
আমি মানতে পারিনা পরাজয়
মাতৃভূমির তরে, স্বদেশের তরে
নারীত্বের টানে, আমি চলি এগিয়ে

বিদ্রোহী, আমি বিদ্রোহী
পরাধীনতা পারি না মানতে
শাসণ-শোষণে পারবে না দমাতে
আমি উজ্জ্বল হয়ে নিভিয়ে দেই
যত আছে অন্ধকার এই পথেঘাটে

তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও
দুঃখী জনতার পাশে,
সকলের মুখে হাসি ফুটিয়ে
তবেই হবে তুমি শান্ত
তবেই আমি হবো শান্ত…