ওসমানীনগরে পাঁচ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

44

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরের গোয়ালাবাজারস্থ রান্নাঘর রেস্টুরেন্টসহ উপজেলার তিন বাজারে অভিযান চালিয়ে খাদ্যসামগ্রী বিক্রিতা পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের  সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আদালতকে সহযোগিতা করেন,ওসমানীনগর থানার এসআই ফরিদ আহমদ। জরিমানা আদায়কৃত প্রতিষ্ঠানগুলো হলো উপজেলার গোয়ালাবাজারের হাজী মার্কেটস্থ রান্নাঘর রেস্টুরেন্ট ১০ হাজার টাকা, তাজপুর বাজারে ফিজা এন্ড কোম্পানি ৫ হাজার টাকা, দয়ামীর বাজারে স্বাদ কনফেকশনারীতে ২ হাজার টাকা, মোহনলাল ২ হাজার টাকা ও গ্রাম বাংলা রেস্টুরেন্ট ৪ হাজার টাকা।
ভ্রাম্যমান আদালতের সাথে থাকা ওসমানীনগর থানার এসআই ফরিদ আহমদ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের মাধ্যমে আদালত পরিচালনা করে উপজেলার তিনটি বাজারের পাঁচ প্রতিষ্ঠানকে জরিমান করা হয়েছে।