দিরাইয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

44

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের নাগেরগাঁও গ্রামে বিষাক্ত সাপের কামড়ে গৃহবধূ হামিদা বেগম (২৮) এর মৃত্যু হয়েছে। হামিদা বেগম নাগেরগাঁও গ্রামের মৃত হাফিজ উল্লার মেয়ে এবং পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মুছিউর রহমানের স্ত্রী।
মঙ্গলবার ভোরে পিতার বাড়িতে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপ বসতঘরে প্রবেশ করে হামিদাকে দংশন করে। তাৎক্ষণিক তার চিৎকার শুনে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সকাল ১১টায় কর্তব্যরত চিকিৎসক হামিদাকে মৃত ঘোষণা করেন। হামিদা গত একসপ্তাহ পূর্বে স্বামীর বাড়ি মল্লিকপুর হতে নাগেরগাঁও গ্রামে পিতার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্ষার মৌসুম ও অধিক বৃষ্টিপাতের কারণে সাপ কাচাঁ ঘরবাড়িতে সহজেই প্রবেশের সুযোগ থাকে। তবে বিষয়টি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।