সুনামগঞ্জে দুর্যোগ সচিবসহ পাউবো কর্মকর্তা, পিআইসি ও ঠিকাদারদের বিরুদ্ধে মামলা দায়ের

27

আল-হেলাল, সুনামগঞ্জ থেকে :
বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগে সুনামগঞ্জে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব, পাউবোর কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) ও ঠিকাদারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সুনামগঞ্জের সিনিয়র স্পেশ্যাল জজ আদালতে ১২/২০১৭নং স্পেশ্যাল মামলাটি দায়ের করা হয়। জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল হক বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছেন। মামলায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, পাউবোর ১৫ জন কর্মকর্তা, ৩৯ টি পিআইসির ৭৮ জন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৪০ জনকে আসামী করা হয়েছে। সাক্ষী করা হয়েছে বর্তমান জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম, সাবেক জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামসহ জেলায় কর্মরত ২৯ জন আইনজীবী ও সাংবাদিককে। বাংলাদেশ দন্ডবিধি আইনের ১২০-বি/৪০৯/১৬৬/১৬৭/১০৯/৫১১/৫০৫(এ) ধারার পাশাপাশি দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় দায়েরকৃত মামলাটি আদালতে শুনানী করেন এডভোকেট শহীদুজ্জামান চৌধুরী। এ সময় সিনিয়র আইনজীবী এডভোকেট ফজলুল হক আছপিয়া, এডভোকেট আফতাব উদ্দিন আহমদ, এডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু,এডভোকেট প্রদীপ কুমার নাগ হারু, এডভোকেট সৈয়দ সামছুল ইসলাম, এডভোকেট রবিউল লেইছ রোকেশ,এডভোকেট মাাসুক আলম, এডভোকেট স্বপন কুমার দাস রায়, এডভোকেট শেরেনুর আলী,জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আলহাজ¦ সৈয়দ শায়েখ আহমদ, সহ-সভাপতি এডভোকেট মোঃ শফিকুল আলম, এডভোকেট মোঃ বশির উদ্দিন, সহ-সাধারন সম্পাদক এডভোকেট মোঃ পারভেজ আহমেদ, এডভোকেট আবু মোহাম্মদ জালাল উদ্দিন, অর্থ সম্পাদক এডভোকেট মোহাম্মদ শাহীনূর রহমান, পাঠাগার সম্পাদক এডভোকেট মোঃ আবুল বাশার,সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল মজিদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট সবিতা চক্রবর্তী,নির্বাহী সদস্য এডভোকেট মোঃ আসাদ উল্লাহ সরকার, এডভোকেট কাওসার আলী, এডভোকেট মল্লিক মোঃ মঈন উদ্দিন আহমদ সোহেল,এডভোকেট মোঃ ফরিদ উন নবী ও এডভোকেট মোহাম্মদ মানিকসহ প্রায় অর্ধ শতাধিক আইনজীবী মামলার শুনানীতে অংশ নেন। সুনামগঞ্জের বিদায়ী বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ মুজিবুর রহমান মামলাটি গ্রহণ করেন।