জগন্নাথপুরে চাঞ্চল্যকর কলেজ ছাত্রী আত্মহত্যার ঘটনায় মামলা দায়ের

33

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে চাঞ্চল্যকর কলেজ ছাত্রী আত্মহত্যার ঘটনায় অবশেষে থানায় মামলা দায়ের হয়েছে। গত বুধবার রাতে হতভাগ্য কলেজ ছাত্রীর বড় ভাই জুনেদ মিয়া বাদী হয়ে উপজেলার পাটলি ইউনিয়নের চকাছিমপুর গ্রামের আবু মিয়ার ছেলে অটোরিক্সা চালক ইউনুছ আলীসহ ৬ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের কবিরপুর গ্রামের আখলুছ মিয়ার ষোড়শি কন্যা জগন্নাথপুর ডিগ্রি কলেজের ছাত্রী রোমেনা বেগমকে (১৮) প্র্য়াই বিরক্ত করতো তাঁর খালাতো ভাই একই ইউনিয়নের চকাছিমপুর গ্রামের আবু মিয়ার বখাটে ছেলে অটোরিকশা চালক ইউনুছ মিয়া। এরই জের ধরে গত ২৫ জুলাই কলেজ থেকে বাড়ি ফেরার পথে রোমেনা বেগমকে অপহরণ করে নিয়ে ইউনুছ মিয়া তাকে ধর্ষণ করে। পরে সামাজিক চাপে অপহৃতা কলেজ ছাত্রীকে ফিরিয়ে দেয়া হয়। এ নিয়ে গ্রামে শালিস বৈঠক হলেও নিষ্পত্তি হয়নি।
ঘটনার ৬ দিন পর ৩১ জুলাই সোমবার সকালে সামাজিক লোক লজ্জার অপমানে বিষপান করে আত্মহত্যা করেন হতভাগ্য কলেজ ছাত্রী রোমেনা বেগম।