তাহিরপুরে বৌলাই নদীতে ড্রেজার মেশিন জব্দ

44

তাহিরপুর থেকে সংবাদদাতা :
তাহিরপুরে বৌলাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার মেশিন জব্দ করেছে থানা পুলিশ। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বৌলাই নদীতে ড্রেজার মেশিনে কর্মরত শ্রমিক দ্রুত পালিয়ে যায়। ড্রেজার মেশিন মালিক উজান তাহিরপুর গ্রামের মিশু। তাহিরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উজান তাহিরপুর গ্রামের ড্রেজার মালিক মিশু বৌলাই নদী থেকে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে বালু তুলে বালু বিক্রি করে আসছিল। গত রবিবার সকালে তাহিরপুর থানার সামনে বৌলাই নদীতে বালু উত্তোলনের সময় অভিয়ান চালিয়ে অবৈধ ড্রেজার মেশিনটি আটক করে থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায় ড্রেজারে কর্মরত শ্রমিক। পরবর্তীতে তাহিরপুর থানা পুলিশ ডামের মধ্যে ভাসমান জব্দকৃত একটি ড্রেজার  মেশিন তাহিরপুর থানায় নিয়ে আসে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর বলেন, কোন প্রকার বৈধ কাগজপত্র না থাকায় সেই সাথে অবৈধভাবে বৌলাই নদীতে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিনটি জব্দ করে থানায় নিয়ে এসেছি। মোবাইল কোর্টে পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কার্যালয়ে পাঠাবো।