জমিয়তের কেন্দ্রীয় প্রতিনিধি দলের সিলেট সফরকালে মাওলানা আব্দুর রব ইউসুফী ॥ বিএনপির সাথে এখনই ফায়সালা বরতে হবে, আমাদের রক্তের উপর দিয়ে কাউকে ক্ষমতায় যেতে দেয়া হবে না

73

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেছেন, জমিয়তে উলামায়ে Jomiat Sylhet Zila Pic 16.07.17ইসলাম একটি ঐতিহ্যবাহী ও শক্তিশালী নিবন্ধিত দল। দেশের শীর্ষ উলামায়ে কেরামের একক সংগঠন, যার কার্যক্রম দেশের সবর্ত্র বিরাজমান। অতীতে এদেশের রাজনীতিতে উলামায়ে কেরামকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে আমরা ক্ষমতায় যাওয়ার কারো সিঁড়ি হবো না, আগামীতে জমিয়ত এদেশের ক্ষমতার অংশীদারিত্বে থাকবে।
গত ১৫ জুলাই শনিবার সন্ধ্যায় সিলেট জেলা জমিয়তের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ২২ জুলাই শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় কাউন্সিল ও শুরার সম্মেলন সফল করার লক্ষ্যে দেশব্যাপী সফরের অংশ হিসেবে সিলেট সফরকালে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। এ সময় প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা জুনাইদ আল হাবীব, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ।
জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা মুশাহিদ দয়ামিরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাওলানা জুনাইদ আল হাবীব জমিয়তে উলামায়ে ইসলাম ২০ দলীয় জোটে আছে উল্লেখ করে বলেন, আমরা কারো কাছ থেকে ভিক্ষা নিতে চাইনা, আমাদের ন্যায্য হিস্যা দিতে হবে। আসন্ন জাতীয় সংসদে ৫০টি আসন জমিয়তের জন্য বরাদ্দ দিতে হবে, অন্যথায় সংসদে প্রতিনিধিত্ব করার জন্য জমিয়ত ভিন্ন চিন্তা করতে বাধ্য হবে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, হেফাজতে ইসলামের ১৩ দফা, গ্রিক দেবীর মূর্তি ও কাদিয়ানী প্রসঙ্গে আমরা অনেক আন্দোলন করেছি -কিন্তু বিএনপি এখনো এসব দাবী নিয়ে একটি বিবৃতিও দেয়নি। এদেশে রাজনীতি করতে হলে সংসদে অবশ্যই যেতে হবে। তাই এসব বিষয় নিয়ে বিএনপির সাথে এখনই ফায়সালা হতে হবে। আমাদের রক্তের উপর কাউকে ক্ষমতায় যেতে দেয়া হবে না।
সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, সিলেট জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা খলিলুর রহমান, মাওলানা আব্দুল মতিন নাদিয়া, মাওলানা শামসুল ইসলাম মিরেরচরী, যুগ্ম সম্পাদক মাওলানা আসরারুল হক, মাওলানা আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মাওলানা নুর আহমদ কাসেমী, মাওলানা নুরুল হক, মাওলানা শিব্বির আহমদ বিশ্বানাথী, মুফতি খন্দকার হারুনুর রশীদ, মাওলানা আব্দুল গফ্ফা ছয়ঘরী, মাওলানা খলিলুর রহমান, মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, মাওলানা মুখতার হোসাইন, মাওলানা কাজী আমীন উদ্দীন, মাওলানা হাম্মাদ গাজিনগরী, মাওলানা ছয়ফুল ইসলাম, মাওলানা সাইফুর রহমান, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা মুফতি জাকারিয়া, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা ফয়সল আহমদ, মাওলানা এনামুল হক, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা  হাসান বিন ফাহিম হাফিজ আনোয়ার বিন মুকাদ্দাস প্রমুখ। বিজ্ঞপ্তি