নবীগঞ্জে দুর্বৃত্তদের আগুনে কৃষকের গোয়ালঘর পুড়ে ছাই

40

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের নবীগঞ্জে গভীর রাতে কৃষকের গোয়ালঘররে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত। উপজেলার গজনাইপুর ইউনিয়নের শিয়ালেরপুঞ্জি গ্রামে এ ঘটনাটি ঘটে। জানা যায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে সবাই যখন ঘুমে কাতর ঠিক তখনই গজনাইপুর ইউনিয়নের শিয়ালেরপুঞ্জি গ্রামের কৃষক আব্দাল মিয়ার গোয়াল ঘরে আগুন দেয় একদল দুর্বৃত্ত। খানিকক্ষণ পর পাশের বাড়ির লোকজন আব্দাল মিয়ার গোয়াল ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আব্দাল মিয়াকে ডাকাডাকি করেন। এক-পর্যায়ে আব্দাল মিয়ার পরিবারের লোকজন ঘুম থেকে উঠে তাৎক্ষণিক পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন। আগুন লেগেছে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেন গত বছরের ইউপি নির্বাচনের পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়াল, বিশিষ্ট মুরব্বী কদর আলী, ছাত্র উন্নয়ন পরিষদ গজনাইপুর ইউনিয়ন শাখার সহ-সাংগঠনিক সম্পাদক সৈরত আহমেদ প্রমুখ। পরে দীর্ঘ ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় কৃষক আব্দাল মিয়ার গোয়াল ঘর। এ ঘটনায় কৃষক আব্দাল মিয়া জানান, আমরা ঘুমিয়ে ছিলাম পাশের বাড়ির লোকজনের ডাকে হঠাৎ ঘুম ভেঙ্গে যায় পরে উঠে দেখি আমার গোয়াল ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গত বছরের ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়াল জানান, এটা মানবাধিকার লঙ্ঘিত হয়েছে শীঘ্রই এর একটা বিহিত প্রয়োজন সবাইকে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে।