বৃক্ষ শুধু লাগালে হবে না তার সঠিক পরিচর্যা করতে হবে – অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার

38

সিলেট নিউ জেনারেশন এন্ড অর্গানাইজেশনের কতৃক আয়োজিত ২য় বারের মত সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। প্রধান অতিথি হিসেবে বৃহস্পতিবার উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা। সংগঠনের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আশিষ সূত্রধর ও প্রোগ্রামার চেয়ারম্যান আব্দুর রহমানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যা রুহুল আলম চৌধুরী উজ্জল, সংগঠনের উপদেষ্টা কাওছার আহমদ রিপন, উপদেষ্টা ও সাংবাদিক শিপন আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুস সামাদ, উপদেষ্টা ছুরুক আহমদ ও সমাজ সেবক শাহ মোঃ বদরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে জেদান আল মুসা বলেন, বৃক্ষ থেকে আমরা শুধু ফল খাইনা তার থেকে অনেক কিছু পাই যা টাকা দিয়ে কেনা সম্ভব না। বৃক্ষ শুধু লাগালে হবে না তার সঠিক পরিচর্যা করতে হবে। এখনকার সময় অনেকে গাছ কেটে ফেলে কিন্তু লাগায় না। একটি গাছ থেকে ফল হয়, কাঠ হয়, ছায়া দেয় এমনকি আমাদের অক্সিজেন দেয় যা আমরা টাকা দিয়ে কেনা সম্ভব হবে না। এই বর্ষায় বৃক্ষ লাগানোর সময় তাই সিলেট নিউ জেনারেশন এন্ড অর্গানাইজেশনের মত আমরা সবাই একটি করে বৃক্ষ লাগাই। এ রকম একটি কাজ হাতে নেওয়ায় তাই সিলেট নিউ জেনারেশন এন্ড অর্গানাইজেশনের সদস্যদের ধন্যবাদ জানাই। বিজ্ঞপ্তি