জগন্নাথপুরে স্কুল নিয়ে দ্বন্দ্বে দু’পক্ষ মুখোমুখি

37

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে এলাকায় দু’টি পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। পূর্ব বিরোধের কারণে স্কুলকে পুঁজি করে স্থানীয় একটি মহল বিদ্যালয় সংশ্লিষ্ট শিক্ষানুরাগীদের ঘায়েল করতে নানাভাবে ষড়যন্ত্র করছে। অতীতে এ স্কুলটি সুষ্ঠু ও সুচারু ভাবে পরিচালিত হয়ে আসলেও সাম্প্রতিক কালে স্কুল কেন্দ্রিক একটি সাজানো অভিযোগ নিয়ে এলাকা অশান্ত হয়ে উঠেছে।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দীঘলবাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে দীর্ঘ ১০ বছর ধরে সভাপতির দায়িত্বে ছিলেন একই গ্রামের মুজিবুর রহমান। কিছু দিন আগে মুজিবুর রহমান স্বেচ্ছায় ওই স্কুলের পরিচালনা কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি নেন। বর্তমানে স্কুলটি এডহক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। সম্প্রতি মুজিবুর রহমান দায়িত্বে অব্যাহতি নেয়ার পর দীঘলবাক গ্রামের আব্দুল আহাদ গত ১৭ মে মুজিবুর রহমানের বিরুদ্ধে স্কুলের স্লীপের অর্থে অনিয়ম ও গাছ কাটার কথা উল্লেখ করে উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট অভিযোগ দেন। এ নিয়ে তাদের মধ্যে কোন্দল আরো বৃদ্ধি পায়। বর্তমানে দু’পক্ষ মুখোমুখি অবস্থায় রয়েছে। যে কোন সময় বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকবাসী।