দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিক সমাবেশে ওসমান আলী ॥ ৪ দফা দাবী বাস্তবায়ন না হলে ২৩ জুলাই থেকে ধর্মঘট

44

শ্রমিকলীগ নেতা এজাজ কর্তৃক পরিবহণ মালিক-শ্রমিক নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও সিলেট IMG_9807 copyপরিবহন শ্রমিক ইউনিয়নগুলো ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রতিবাদসভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার সকাল অনুষ্ঠানটি ১১টায় শুরু হয়ে অনুষ্ঠানটি বেলা ৩টায় শেষ হয়। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে ও রাকিব উদ্দিন রফিকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব আবুল কালাম, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া, সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন কার্য্যকরী সভাপতি তারা মিয়া, সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (৭০৭) সভাপতি জাকারিয়া আহমদ, ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্য্যকরী সভাপতি আব্দুস সালাম, অটোরিক্সা/অটোটেম্পু চালক শ্রমিক জোটের সভাপতি মতসির আলী, সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সামসুল হক মানিক, জেলা ট্রাক মালিক গ্র“পের নেতা পলক চৌধুরী, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ আব্দুল গফুর, সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (৭০৭) এর কার্যকরী সভাপতি সুন্দর আলী খান, বাস মালিক সমিতির সহসভাপতি আব্দুর রহিম, হিরন মিয়া, অটোটেম্পু লেগুনা মালিক সমিতির সভাপতি মামুন রশিদ প্রমুখ।
বক্তারা বলেন, শ্রমিক লীগ নেতা এজাজুল হক এজাজ গংদের দারা টার্মিনালে গাড়ি ভাংচুর ও হামলার কারণে দায়েরকৃত মামলার আসামীদের আজো গ্রেফতার করা হয়নি। তারা প্রকাশ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে যাচ্ছে। সমাবেশে বক্তারা শ্রমিকদের ৪ দফা দাবী আগামী ২২ জুলাইয়ের মধ্যে বাস্তবায়ন না হলে ২৩ জুলাই রবিবার থেকে শুধু সিলেট জেলা নয় দেশব্যাপী পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারী দেন।
বিগত দিনে জামায়াত-শিবির আন্দোলনে আমাদের প্রায় ৫ হাজার শ্রমিক আহত ও ৪ শতাধিকের উপর নিহত হয়। শুধু তাই নয় এ আন্দোলনে হাজার খানিক গাড়িও পোড়ানো হয়। সরকারের সকল দূর্যোগের পাশে আমরা আছি। কিন্তু এখন শ্রমিকলীগ নামধারী কিছু নেতাকর্মীরা সরকারকে পরিবহন সেক্টরের সাথে মুখোমুখি ধার করানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বিজ্ঞপ্তি