আজ বাল্য বিয়ের বলি হচ্ছে দশম শ্রেণীর ছাত্রী শাপলা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

68

ছনি চৌধুরী, হবিগঞ্জ থেকে :
রাষ্ট্রে বাল্যবিবাহ বিরোধী আইন আছে। সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই বিয়ের পিড়িতে বসছে আষেঢ়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী শাপলা আক্তার। আজ শনিবার তার বিয়ের দিন ধার্য করা হয়েছে। সে সদর উপজেলার আষেঢ়া গ্রামের জাহিদ মিয়ার মেয়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক তার সহপাঠীরা বিয়ের বিষয়টি নিশ্চিত করেছে। বর একই গ্রামের ছানু মিয়ার প্রবাসী ছেলে মতিউর রহমান (২৭)। এ উপলক্ষে কনে ও বরের বাড়িতে চলছে বিয়ের আয়োজন।
জানা যায়, আশেঢ়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী শাপলা আক্তার একজন ভাল ছাত্রী। কিন্তু তার পরিবারের লোকজন শাপলার মতামতের বিরুদ্ধে গিয়ে তার বিয়ে ঠিক করেছে। অতচ শাপলা আরও লেখাপড়া করতে চায় বলে জানান তার সহপাঠিরা। তবে বিয়েটি অনেকটা গোপনে অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তারা। এ ব্যপারে জানতে আষেঢ়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বার বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।