গোলাপগঞ্জে মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র ॥ দেশের উন্নয়নে মৎস্য ও প্রাণীসম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

30

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
মৎস ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সরকার কাজ করে -6(1)যাচ্ছে। দেশের উন্নয়নে মৎস্য ও প্রাণীসম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশকে এগিয়ে নিতে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। গরু ছাগল হাঁস মোরগ ও মাছ আমিষ ও প্রোটিনের চাহিদা মিটিয়ে থাকে। সরকার প্রাণীসম্পদ সেক্টরের বিভিন্ন উন্নয়নে যথেষ্ট আন্তরিক। বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদেরকে সকল ধরনের সহায়তা দিয়ে যাবে সরকার। বৃহস্পতিবার সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০ জন খামারিদের মাঝে গবাদিপশু খাদ্য ও ঔষধ বিতরণে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে সিলেট বিভাগীয় প্রাণীসম্পদ দপ্তরের উপ-পরিচালক ডাঃ মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাহবুবুল আলমের পরিচালনায় প্রতিমন্ত্রী আরো বলেন আমাদের চাহিদা মিটিয়ে মাছ এবং চামড়া বিদেশে রপ্তানি করে বৈদেশিক অনেক মুদ্রা অর্জন করে থাকি। আমাদের রপ্তানি আয়ের দ্বিতীয় মাছ ও তৃতীয় স্থানে চামড়া রয়েছে। এ সময় ঢাকাদক্ষিণ ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন আহমদ তার বক্তব্যে উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ে ৭টি পদ শূন্য এবং একটি আবাসিক ভবন সহ পশু সম্পদ ইন্সটিটিউট স্থাপনের দাবি তুলে ধরলে প্রতিমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন আগামীতে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সবকিছু হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রহমান, এডি(এপি) সিলেট শফিউল আহাদ সরদার, জেলা প্রাণীঅসম্পদ হাসপাতালের ভেটেরিনারী সার্জন ডাঃ মাহবুব আলম, বাংলাদেশ স্কাউটস সিলেট আঞ্চলিক উপ কমিশনার  (প্রোগ্রাম) ডাঃ সিরাজুল ইসলাম, দৈনিক শ্যামল সিলেটের গোলাপগঞ্জ প্রতিনিধি অজামিল চন্দ্র নাথ, সাংবাদিক ইউনুছ আহমদ চৌধুরী,দৈনিক বাংলাদেশ টুডে ও সিলেট বাণীর গোলাপগঞ্জ প্রতিনিধি জাহেদুর রহমান জাহেদ প্রমুখ।