জকিগঞ্জে একটি রাস্তার জন্য কয়েক হাজার মানুষের দুর্ভোগ

33

জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের গঙ্গাজল গ্রামের একটি কাঁচা রাস্তার কারণে কয়েক গ্রামের হাজার হাজার মানুষ দূর্ভোগের শিকার হচ্ছেন। বর্ষা মৌসমে এ রাস্তা দিয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়–য়া শিক্ষার্থীরা ঝুঁকি নিয় চলাফেরা করেন। সরেজমিন গিয়ে দেখা গেছে, গঙ্গাজল গ্রামের বাহার মিয়ার বাড়ীর সামনা থেকে কয়েক কিলোমিটার রাস্তা কাদায় চরম আকার ধারণ করেছে। স্থানীয়রা জানিয়েছেন, এ রাস্তা দিয়ে সুলতানপুর, ইছাপুর, খাদিমান, জায়ফরপুর, সোনারগ্রাম, সহিদাবাদসহ বিভিন্ন এলাকার লোকজন ও শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। বিশেষ করে প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়–য়া শিক্ষার্থীদের মধ্যে কেউ না কেউ ক্লাসে যাওয়ার পথে হোচট খেয়ে ড্রেস নষ্ট করে সময় মত ক্লাসে উপস্থিত হতে পারেনা। দীর্ঘদিন থেকে এলাকাবাসী রাস্তাটি পাকা করণের দাবী জানিয়ে আসছেন। এদিকে রাস্তাটি দ্রুত  সময়ের মধ্যে পাকা করণের দাবিতে গঙ্গাজল গ্রামের বাহার মিয়ার বাড়ীতে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব সংহতির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান প্রার্থী সমাজসেবী জালাল উদ্দিন। জরুরী সভায় এলাকাবাসী প্রধান অতিথিকে বলেন, বিরোধী দলীয় হুইপ এমপি সেলিম উদ্দিনের আমলে বিগত সময়ের চাইতে বেশী উন্নয়ন হয়েছে। জকিগঞ্জ-কানাইঘাটে উন্নয়নের জোয়ার অব্যাহত রয়েছে। যেখানে যে সমস্যা দেখা দিয়েছে তাৎক্ষণিক এমপি সেলিম উদ্দিন তা সমাধান করেছেন। কিন্তু আমাদের এলাকার সমস্যাটি এমপি সেলিম উদ্দিনের নজরে না আসায় আমরা উন্নয়ন সুবিধা থেকে বঞ্চিত রয়েছি। গঙ্গাজল গ্রামের রাস্তার সমস্যাটি সেলিম উদ্দিন এমপির নজরে আনতে বক্তারা উপজেলা যুব সংহতির আহবায়ক সমাজসেবী জালাল উদ্দিনের প্রতি আহবান জানিয়েছেন।