সাংবাদিকদের সাথে সাক্ষাতকালে কানাইঘাটের নবাগত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ॥ প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে

61

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলার নবাগত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান পরিবর্তন ও শতভাগ প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য স্থানীয় সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেছেন। গতকাল রবিবার বিকেল ৩টায় কানাইঘাটের কর্মরত সাংবাদিকরা তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি শিক্ষক নেতৃবৃন্দের উপস্থিতিতে বলেন, বর্তমান সরকার যাতে করে দেশের একটি শিশু প্রাথমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয় সে জন্য শতভাগ উপবৃত্তি, প্রতিটি স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ সহ নানা ধরনের প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত হয়েছে। কানাইঘাট উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান পরিবর্তন এবং শতভাগ প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সামছুল আলম বলেন কানাইঘাটের একজন শিশুও প্রাথমিক শিক্ষার আলো থেকে যাতে করে বঞ্চিত না হয় এজন্য শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে। পাঠদানে গুণগত পরিবর্তনের জন্য কর্ম পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করতে পারলেই আগামী দিনের কোমলমতি শিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির সেবা করতে পারবে। তিনি বলেন, কানাইঘাট উপজেলায় মোট ১২৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। কিন্তু প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ১১০টি পদ শূন্য থাকায় ছাত্রছাত্রীদের পাঠদানে ব্যাঘাত ঘটছে। এছাড়া প্রাথমিক শিক্ষা অফিসের বিভিন্ন পদ শূন্য রয়েছে। তার মধ্যে সহকারী শিক্ষা অফিসারের ৩টি পদ সহ উচ্চমান সহকারী, নি¤œ মান সহকারী, অফিস সহায়ক, কাম কম্পিউটার অপারেটর, দপ্তরী পদ শূন্য থাকায় প্রশাসনিক কাজেও ব্যাঘাত ঘটছে। কানাইঘাটের সার্বিক শিক্ষার উন্নয়নে তিনি স্থানীয় সাংবাদিক সহ শিক্ষকদের সহযোগিতা কামনা করেছেন। সৌজন্য সাক্ষাতকালে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, সাংবাদিক আলা উদ্দিন আলাই, আমিনুল ইসলাম, শাহীন আহমদ, সুজন চন্দ অনুপ, শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কানাইঘাট ফতেহগঞ্জ সঃপ্রাঃবিঃ এর প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, কানাইঘাট শাখার সহ সভাপতি হেলাল উদ্দিন আহমদ, আব্দুল কাদির, আব্দুল মতিন, রিয়াজুল করিম, সাধারণ সম্পাদক আহমদ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, আহমদ আল মনসুর, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, দপ্তর সম্পাদক বশিরুল হক, সংগঠনের সদস্য মতিউর রহমান, মাহবুবুল আলম, আব্দুল কাহির, আব্দুর রহিম, হারুন রশিদ প্রমুখ।