দিরাইয়ে ভিজিএফ’র চাল উধাও !

21

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের ভিজিডি ও  ভিজিএফ’র ৫৮ বস্তা চাল ইউপি সদস্য আজিজুর রহমানের হেফাজতে থেকে উধাও হয়ে গেছে। তদন্ত কর্মকর্তা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রনধির ভূষণ চৌধুরী চাল উধাও হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকাল ১১ টায় তাড়ল ইউনিয়নের নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউপি সদস্যের হেফাজতে থাকা ১৭০ বস্তা চালের মধ্যে ৮২ বস্তা চাল পাওয়া যায়। বাকী ৮৮ বস্তা চাল নাই এমনকি কি বিতরণের কোন মাষ্টার রোল ও দেখাতে পারেননি।
এ ব্যাপারে তাড়ল ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুস বলেন, ২ ওয়ার্ড ১৭০ বস্তা চাল ইউপি সদস্য আজিজুর রহমানের কাছে লিখিতভাবে সমজিয়ে দিয়েছি, চাল উধাও হওয়ার বিষয়টি আমি খতিয়ে  দেখবো। ইউপি সদস্য আজিজুর রহমান চাল উধাও হওয়ার বিষয়টি অস্বীকার করেন।