রথযাত্রা উৎসব আজ থেকে শুরু, ৩ জুলাই উল্টো রথযাত্রা

51

স্টাফ রিপোর্টার :
আজ রবিবার থেকে শুরু হচ্ছে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। বাংলা পঞ্জিকা অনুযায়ী, আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু করে একাদশী তিথিতে হয় প্রত্যাবর্তন বা উল্টা রথ। অর্থাৎ রথটি প্রথম দিন যেখান থেকে টেনে নিয়ে যাওয়া হয়, ৮দিন পরে আবার সেখানেই এনে রাখা হয়। হিন্দু ধর্মাবলম্বীরা আজ রবিবার রথযাত্রা উৎসব উদযাপন করে এ উৎসব ৩ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে সমাপ্তি হবে। এ উপলক্ষে নগরীর রিকাবীবাজার এলাকায় বসবে মেলা। এ মেলা চলবে আগামী ৮দিন পর্যন্ত।
এদিকে, শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০১৭ উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) উদ্যোগে ৯ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে। নগরীর যুগলটিলা, কাজলশাহস্থ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরে এই বর্ণাঢ্য উৎসব অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- গত ৯ জুন শুক্রবার ছিল শ্রী শ্রী জগন্নাথদেবের স্থানযাত্রা। আজ রবিবার দুপুর ১২টায় আলোচনা সভা, দুপুর সাড়ে ১২টায় মহাভোগরাগ, দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ, বিকেল ৩টায় শ্রী শ্রী জগন্নাথদেবের বর্ণাঢ্য রথযাত্রা নগরী প্রদক্ষিণ করবে, সন্ধ্যা ৭টায় শ্রী শ্রী গৌরসুন্দরের আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। কাল ২৬ জুন সোমবার দুপুর ১টায় শ্রীমদ্ভগবত প্রবচন, বিকেল ৪টায় ভক্তিবৃক্ষ সেনিমার, সন্ধ্যা ৭টায় শ্রী শ্রী গৌরসুন্দরের আরতি, রাত ৮টায় শ্রী শ্রী জগন্নাথদেবের মহিমাকীর্ত্তন, রাত ৯টায় কীর্ত্তনমেলা। ২৭ জুন মঙ্গলবার দুপুর ১টায় শ্রীমদ্ভগবত প্রবচন, বিকেল ৪টায় এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা, সন্ধ্যা ৭টায় শ্রী শ্রী গৌরসুন্দরের আরতি, রাত ৮টায় শ্রী শ্রী জগন্নাথদেবের মহিমাকীর্ত্তন, রাত ৯টায় ম্যাগাজিন অনুষ্ঠান স্মরণম। ২৮ জুন বুধবার সন্ধ্যা ৭টায় শ্রী শ্রী গৌরসুন্দরের আরতি, রাত ৮টায় শ্রী শ্রী জগন্নাথদেবের মহিমাকীর্ত্তন, রাত ৯টায় বৈদিক নাটক। ২৯ জুন বৃহস্পতিবার দুপুর ১টায় শ্রীমদ্ভগবত প্রবচন, সন্ধ্যা ৭টায় শ্রী শ্রী গৌরসুন্দরের আরতি, রাত ৮টায় শ্রী শ্রী জগন্নাথদেবের মহিমাকীর্ত্তন, রাত ৯টায় ম্যাগাজিন অনুষ্ঠান। ৩০ জুন শুক্রবার দুপুর ১২টায় আলোচনা সভা, বিকেল ৫টায় সেমিনার, সন্ধ্যা ৭টায় শ্রী শ্রী গৌরসুন্দরের আরতি, রাত ৮টায় শ্রী শ্রী জগন্নাথদেবের মহিমাকীর্ত্তন, রাত ৯টায় ম্যাগাজিন অনুষ্ঠান নিত্য আনন্দে জাগো। ১ জুলাই শনিবার দুপুর ১টায় শ্রীমদ্ভগবত প্রবচন, সন্ধ্যা ৭টায় শ্রী শ্রী গৌরসুন্দরের আরতি, রাত ৮টায় শ্রী শ্রী জগন্নাথদেবের মহিমাকীর্ত্তন, রাত ৯টায় ভারতনাট্যম, কীর্ত্তনমেলা ও সমবেত ভজন। ২ জুলাই রবিবার দুপুর ১টায় শ্রীমদ্ভগবত প্রবচন, সন্ধ্যা ৭টায় শ্রী শ্রী গৌরসুন্দরের আরতি, রাত ৮টায় শ্রী শ্রী জগন্নাথদেবের মহিমাকীর্ত্তন, রাত ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান নামহট্ট বিনোদন। ৩ জুলাই সোমবার দুপুর ১২টায় আলোচনা সভা, দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ, বেলা ৩টায় শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা নগরী প্রদক্ষিণ করবে, সন্ধ্যা ৭টায় শ্রী শ্রী গৌরসুন্দরের আরতি, রাত ৮টায় শ্রী শ্রী জগন্নাথদেবের মহিমাকীর্ত্তন, রাত সাড়ে ৯টায় কীর্ত্তনমেলা। প্রতিদিন দুপুর ১টায় সর্বস্তরের ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবকে সফল ও সার্থক করে তুলতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীপাদ্ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।